Android Tips

মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম জেনে নিন

বর্তমান সময়ে মোবাইল ব্যবহারকারী সংখ্যা অনেক  বেড়ে গিয়েছে ।দিন দিন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে ।আমাদের এই মোবাইল নিয়ে তখনই সমস্যার মধ্যে পড়তে হয় যখন মোবাইলের চার্জ শেষ হয়ে যায় । তাই মোবাইলে চার্জ করার সঠিক নিয়ম রয়েছে যে নিয়মগুলো মেনে চললে আপনার ব্যাটারির আয়ু বাড়বে তার পাশাপাশি দীর্ঘ সময় ব্যাটারির ব্যাকআপ পাবেন ।তাহলে চলুন দেরি না করে মোবাইলে চার্জ দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক 

 অরিজিনাল চার্জার ব্যবহার করুন

অরিজিনাল চার্জার মানে হচ্ছে একটি নতুন মোবাইলের সঙ্গে মোবাইল কোম্পানিগুলো যে চার্জার ব্যবহারকারীকে প্রদান করে থাকে সেটি হচ্ছে অরিজিনাল চার্জার ।অরিজিনাল চার্জার ব্যবহার করার ভালো দিক হচ্ছে ।এই চার্জার গুলো প্রস্তুত করার সময় কোম্পানি ব্যাটারির ক্ষমতা এবং ভোল্টেজ দিক গুলো খেয়াল রেখে তৈরি করেন। যার কারণে ব্যাটারি তার নির্দিষ্ট ভোল্টেজ গ্রহণ করতে পারে চার্জারেরমাধ্যমে। কোন কারণবশত যদি আপনার অরিজিনাল চার্জার নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে বাজার থেকে আপনার মোবাইলের চার্জিং ভোল্টেজ এর সাথে মিলিয়ে অরিজিনাল চার্জার ক্রয় করুন ।

 কখন মোবাইলে চার্জ দেওয়া উচিত

মোবাইলে চার্জ দেওয়ার জন্য সঠিক সময় সীমা রয়েছে। কিছু মানুষ আছে যারা ব্যাটারি ১০℅ – ২০℅ চার্জ কমে গেলেই ব্যাটারীতে চার্জ দেই। কিছুক্ষণ পরপর ব্যাটারিতে চার্জ দেওয়ার ফলে এর দীর্ঘ স্থায়িত্ব হ্রাস পায়। যখন আপনার মোবাইলের ২০% এর নিচে চার্জ থাকবে তখন মোবাইল চার্জ দেবেন এবং ৮০% চার্জ হওয়ার পর খুলে ফেলবেন। ২০% এর নিচে চার্জ হওয়ার পর যদি মোবাইল ব্যবহার করা হয় তাহলে ব্যাটারির অতিরিক্ত শক্তি খরচ হয় এবং দ্রুত ব্যাটারি গরম হয়ে যায় যা ব্যাটারির জন্য ক্ষতিকর। ৮০% চার্জ হওয়ার পর যদি চার্জে লাগিয়ে রাখেন সেটিও ক্ষতিকর কারণ ৮০% চার্জ হওয়ার পর ব্যাটারি খুব ধীরগতিতে চার্জিং হয় যার ফলে আপনার ব্যাটারির ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে

 চার্জিং অবস্থা মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকুন

বর্তমানে আমরা এতো বেশি মোবাইল ব্যবহার করে থাকি যে আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে গেলেও আমরা চার্জে লাগিয়ে ব্যবহার করে থাকি যা একদমই উচিত নয়। ধরুন আপনি খাওয়া দাওয়া করা অবস্থা কোন কাজ করতে পারবেন? একসঙ্গে দুটি কাজ করা ব্যাটারির জন্য ক্ষতি। কিছু মানুষ আছে যারা মোবাইলে চার্জ দেওয়ার সময় বাড়ির কাজ অথবা গেমিং করে থাকেন ।যার ফলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় এতে করে মোবাইলের ব্যাটারির উপর খুবই খারাপ প্রভাব পড়ে এবং খুব দ্রুত মোবাইলের ব্যাটারির স্বাস্থ্য খারাপ হয়ে যায় ।তাই মোবাইল চার্জ করার সময় ব্যবহার করা থেকে বিরত থাকুন ।

পাওয়া ব্যাংক বা ল্যাপটপ দিয়ে চার্জ দেওয়া বন্ধ করুন

যদি খুব প্রয়োজন না হয় তাহলে পাওয়ার ব্যাংক অথবা ল্যাপটপে আপনার শখের মোবাইলটি চার্জ করা থেকে বিরত থাকুন ।যখন মোবাইলে পাওয়ার ব্যাংক অথবা ল্যাপটপে চার্জ করা হয় তখন খুব কম ভোল্টেজে মোবাইল চার্জ হয় ।এতে করে ব্যাটারির চার্জ হতে দীর্ঘ সময় লাগে এবং কম সময়ে ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় ।আস্তে আস্তে ব্যাটারির স্বাস্থ্য খারাপের দিকে অগ্রসর হতে থাকে। 

 অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন

আমাদের মোবাইলে এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলো প্রয়োজন হয় না অথবা দীর্ঘদিন ব্যবহার করি না। আপনি কি জানেন এই অ্যাপ গুলো আমাদের ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ অনেক কমিয়ে দেয়। এর পিছনের কারণ হচ্ছে এই অ্যাপ গুলো প্রতিনিয়ত ব্যাকগ্রাউন্ডে সচল থাকে যার ফলে ব্যাটারি পাওয়ার কনসিউম করে। অ্যাপগুলোর কারণে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক কমে যায় ।যে সকল অ্যাপস আপনার ব্যবহার করার প্রয়োজন হয় না সেগুলো মোবাইল থেকে ডিলিট করে দিন।

Battery optimize app ব্যবহার করুন

কিছু সফটওয়্যার রয়েছে যে  সফটওয়্যার গুলো ব্যবহার করলে আপনার ব্যাটারির ব্যাকআপ অনেক বেড়ে যাবে। এই সফটওয়্যার গুলোর মূল কাজ হচ্ছে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যে সফটওয়্যার গুলো সচল থাকে সেগুলোকে বন্ধ রাখা এবং ব্যাটারির ব্যাকআপ বাড়ানোর যে কার্যক্রম গুলো রয়েছে সেগুলো সম্পন্ন করা। তাই আপনি চাইলে নিচের লিংক থেকে যেকোনো একটি সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। 

  1. Battery doctor
  2. Dfndr battery
  3. Accu Battery

আমি এই সফটওয়্যার গুলো ব্যক্তিগতভাবে ব্যবহার করার পরই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি এগুলো ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।

 এয়ারপ্লেন মোড অথবা মোবাইল বন্ধ করে চার্জ করুন

আপনার মোবাইলের ব্যাটারি যদি দ্রুত চার্জ করতে চান তাহলে এয়ার প্লেন মোড অথবা মোবাইল বন্ধ করে চার্জ করুন। মোবাইল যখন চালু থাকে তখন সিমের সিগন্যালের কারণে প্রতিনিয়ত ব্যাটারির চার্জ ব্যয় করতে থাকে। আর আপনার এরিয়াতে যদি সিমের সিগন্যাল কম পায় তাহলে এটি আরো ব্যাটারির শক্তি খরচ করে।আবার মোবাইল চালু অবস্থায় চার্জ করলে ব্যাকগ্রাউন্ডে কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো প্রতিনিয়ত সচল থাকে সেগুলো কারণে সব সময় ব্যাটারি শক্তি খরচ হয়। তাই ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখার জন্য এয়ারপ্লেন মোড অথবা মোবাইল বন্ধ করে চার্জ দিন।

 মোবাইলের কভার খুলে ফেলুন

মোবাইলের বহিরাগত আঘাত থেকে সুরক্ষা করার জন্য অবশ্যই কভার ব্যবহার করা উচিত। কিন্তু এই কভার ব্যবহার করার কারণে কিছু কিছু ক্ষেত্রে মোবাইলের ক্ষতিও করে থাকে। বর্তমানে যে মোবাইলের ব্যাটারিগুলো তৈরি হচ্ছে সেগুলো লিথিয়াম -আয়ন ব্যাটারি উপর নির্ভর করে। আর এই ব্যাটারি গুলোর রসায়ন নির্দেশ করে এমনভাবে তৈরি করা হয়েছে যা ব্যাটারি ঠান্ডা হলে বেশি দক্ষতার সাথে ব্যাটারি চার্জ হয়।

ব্যাটারির চার্জিং এর জন্য, ব্যাটারির তাপমাত্রা( বাতাসের তাপমাত্রা নয়) 41 এবং 113 F(5 এবং 45C) এর মধ্যে হওয়া উচিত। আপনি যখন কভার ব্যবহার করেন সেই মুহূর্তে ব্যাটারি চার্জ হওয়ার সময় ব্যাটারি গরম হওয়াটাই স্বাভাবিক কারণ সে মুহূর্তে মোবাইল ঠান্ডা হওয়ার মতন বাতাস পায় না। তাই যখন মোবাইল চার্জ দেবেন তখন চেষ্টা করুন মোবাইলের কভার খুলে রাখার।

শেষ কথা

উপরে নিয়ম গুলো যদি সবাই মেনে চলার চেষ্টা করেন আশা করা যায় যে দীর্ঘদিন ব্যাটারি ভালো থাকবে এবং চার্জ নিয়ে বার বার সমস্যায় পড়তে হবে না।আর আপনাদের  অনেক ধন্যবাদ এতো সময় নিয়ে আমার আর্টিকেলটি পড়ার জন্য।

Follow topics bangla facebook page

আরো পড়ুনঃ

পানি খাওয়ার নিয়ম জেনে নিন 2021

স্মৃতিশক্তি বৃদ্ধি করার উপায়। 2021

Topicsbangla

জানা ও অজানা বিষয় গুলো আপনাদের কাছে তুলে ধরা আমাদের মূল লক্ষ।আমাদের সাথেই থাকুন আশা করি উপকৃত হবেন।☺☺

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button