মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম জেনে নিন। 2022
অ্যান্ড্রয়েড মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম নিয়ে আজকের এই পোস্ট। আপনার মোবাইলের ব্যাটারি কে দীর্ঘ স্থায়ী করতে সঠিক ভাবে চার্জ করার খুব গুরুত্বপূর্ণ এতে চ্যার্জ ব্যাকআপ ও ভালো পাওয়া যায়। কিভাবে আপনার মোবাইল কে সঠিক ভাবে চার্জ দিবেন সেটি নিচে বর্ণনা করা হলো।
এক পলকে সম্পুর্ন পোস্ট
মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম গুলো
আমরা মোবাইল চার্জ দেওয়ার সময় অনেকে কমন কিছু ভুল করে থাকি সেই ভুল গুলো কি এবং কিভাবে আপনার মোবাইল কে সঠিক ভাবে চার্জ দিতে পারেন সেটি নিয়ে আলোচনা করব এই পোস্টে(নিজের অভিজ্ঞতা থেকে)।
১। অরিজিনাল চার্জার ব্যবহার করুন
মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম এর মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ম হলো অরজিনাল চার্জ ব্যবহার করা। আমাদের মোবাইলের সাথে মোবাইল কোম্পানি মিল রেখে চার্জার বানিয়ে থাকে তাই নিজের মোবাইলের চার্জার ব্যবহার করুন। অনেকেই দেখা যায় মোবাইল চার্জার না থাকায় অন্যের চার্জারের মাধ্যমে চার্জ দিয়ে থাকে। যার ফলে মোবাইলে চার্জ দেরী করে উঠে এবং ঐ চার্জ বেশিক্ষণ ব্যাকআপ দিতে পারে না। তাই সব সময় অরজিনাল ফোনের চার্জার ব্যবহার করুন।
২। যেকোন চার্জার দিয়ে চার্জ দেওয়া বন্ধ করুন
আমরা সবাই কম বেশি মোবাইলে যেকোন ব্যান্ডের বা যেকোন চার্জার দিয়ে মোবাইল চার্জ দেয়। যেটা একদমই উচিত নয় কারন এর ফলে ব্যাটারি খুব তাড়াতাড়ি সমস্যা হয়। নিদিষ্ট পরিমান ভোল্টেজ পাইনা ব্যাটারি তাই আমরা যেকোন চার্জার ব্যবহার থেকে দূরে থাকবো।এবং সবসময় চেষ্টা করবো অরিজিনাল চার্জার দিয়ে ব্যবহার করার
৩। কখন মোবাইলে চার্জ দেওয়া উচিত
ব্যাটারি দীর্ঘসময় ভালো রাখার জন্য কখনো ফুল চার্জ দেওয়া উচিত না। ৮০% হলেই চার্জ দেওয়া বন্ধ করতে হবে কারন এর পর থেকে ব্যাটারি খুব ধীর গতিতে চার্জ হয় যা ব্যাটারি জন্য ভালো না এবং যখন ২০% হবে তখন চার্জ দিতে হবে। কারন ২০% এর নিচে নেমে গেলে ব্যাটারি অনেক শক্তিখরচ করতে হয় যেটা ব্যাটারি জন্য খুবই ক্ষতিকর তাই খুব প্রয়োজন ছাড়া ২০% হলে মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৪। চার্জিং অবস্থা মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকুন
বর্তমানে আমরা এতো বেশি মোবাইল ব্যবহার করে থাকি যে আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে গেলেও আমরা চার্জে লাগিয়ে ব্যবহার করে থাকি যা একদমই উচিত নয়। ধরুন আপনি খাওয়া দাওয়া করা অবস্থা কোন কাজ করতে পারবেন? সেইরকম একটি ব্যাটারি চার্জ হওয়ার সময় যেমন এটি পাওয়ার নিচ্ছে তার সাথে আবার পাওয়ার দিচ্ছে যা ব্যাটারির মারাত্মক ক্ষতি হয়ে থাকে। আর চার্জ অবস্থায় মোবাইল ব্যবহার করলে মোবাইল ব্যাটারি ওভার হিটিং হয়ে যায় যেটি যে কোন সময় দুর্ঘটনা ঘটাতে পারে মোবাইল বিস্ফোরক হতে পারে তাই চার্জিং অবস্থায় খুব প্রয়োজন না হলে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন
৫। পাওয়া ব্যাংক বা ল্যাপটপ দিয়ে চার্জ দেওয়া বন্ধ করুন
আমাদের মাঝে অনেক জন এমন আছেন যারা সবসময়ই পাওয়ার ব্যাংক বা ল্যাপটপ দিয়ে মোবাইল চার্জ দেয়।যেটি মোবাইল ব্যাটারি জন্য একদমই ভালো না।দীর্ঘসময় ধরে ব্যাটারি ভালো রাখতে চাইলে পাওয়ার ব্যাংক বা ল্যাপটপ দিয়ে চার্জ দেওয়া বন্ধ করুন। কারন এগুলো খুব কম পাওয়ারে আর ধীর গতিতে চার্জ হয় এবং ব্যাটারি আয়ু কমে যায় তাই আমি বলবো এগুলো দিয়ে চার্জ না দেওয়া ভালো
৬। অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন
আমরা এতো ব্যস্থ থাকি যে আমাদের মোবাইলে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ থাকে যে গুলো ডিলিট করার কথা আমাদের মনেই থাকে না। কিন্তু এই অ্যাপ গুলো আমাদের ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ অনেক কমিয়ে দেয়। কারন এই অ্যাপ গুলো ব্যাকগ্রাউন্ডে সচল থাকার কারনে ব্যাটারি চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই মোবাইলে যে গুলো অপ্রয়োজনীয় অ্যাপ আছে সেই গুলো ডিলিট করে দিন
৭। Battery optimize app ব্যবহার করুন
অনেক অ্যাপ আছে যগুলো ব্যবহার করলে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাওয়া যায়। এই অ্যাপ গুলোর সাহায্য battery optimize করে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করতে পারবেন। উল্লেখযোগ্য কিছু অ্যাপ আছে যেগুলো ব্যবহার ফলে আপনারা উপকারী হবেন
এই অ্যাপ গুলো ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবেন আশা করি
শেষ কথা
উপরে নিয়ম গুলো যদি সবাই মেনে চলার চেষ্টা করেন আশা করা যায় যে দীর্ঘদিন ব্যাটারি ভালো থাকবে এবং চার্জ নিয়ে বার বার সমস্যায় পড়তে হবে না।আর আপনাদের অনেক ধন্যবাদ এতো সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য। যদি আপনারা পোস্টটি পড়ে একটু উপকার হয় কমেন্ট করে জানাবেন পরবর্তী পোস্ট লিখার জন্য অনুপ্রাণিত হবো। তাহলে বন্ধুরা আজ এই পযন্ত অন্য কোন টপিক নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো।
আরো পড়ুনঃ
পানি খাওয়ার নিয়ম জেনে নিন 2021