Facebook Tips

ফেসবুক প্রোফাইল পেজে কনভার্ট করার নিয়ম জেনে নিন

আজকে ফেসবুক প্রোফাইল পেজে কনভার্ট করার নিয়ম সম্পর্কে জানানোর চেষ্টা করব।

বর্তমান সময়ে ফেসবুক অনেক জনপ্রিয় যোগাযোগ মাধ্যম এবং প্রতিনিয়ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তার সাথে ফেসবুক প্রতিনিয়ত নতুন  ফিচার যুক্ত করছে যার কারণে ব্যবহারকারীরা নতুন এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারছে।

অনেকেই আছেন যারা  ফেসবুক প্রোফাইল পেজে কনভার্ট করতে চান। আগে এটি খুব সহজেই করা যেত, কিন্তু বর্তমানে ফেসবুক এই ফিচারটি বন্ধ করে দিয়েছে। আমি আপনাদেরকে  নতুন পদ্ধতি শেখাব যেটার মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল পেজে কনভার্ট করতে পারবেন।

ফেসবুক প্রোফাইল পেজে কনভার্ট করার নিয়ম

আপনার ফেসবুক প্রোফাইলটি যদি পেজে কনভার্ট করেন তাহলে অনেকগুলো সুবিধা পেয়ে থাকবেন তা হচ্ছে নতুন পেজে অনেকগুলো লাইক ফলোয়ার পেয়ে যাবেন। আপনার প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড থাকবে তত ফলোয়ার পেয়ে যাচ্ছেন। নতুন করে ফেসবুক পেজ খোলার পর এত বেশি লাইক ফলোয়ার অর্জন করা কিন্তু খুব কষ্টদায়ক হয়ে যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফেসবুক প্রোফাইল পেজে কনভার্ট করার নিয়ম গুলো

আরো পড়ুনঃফেসবুক থেকে আয় করার উপায়

আগে যখন ফেসবুক প্রোফাইল থেকে পেজে কনভার্ট করার জন্য ফিচারটি ওপেন ছিল তখন একটা লিঙ্কে ঢুকে কয়েকটি স্টেপ ফলো করলেই ফেসবুক প্রোফাইল পেজে রুপান্তর করা যেত। কিন্তু বর্তমানে এই ফিচারটি বন্ধ করে দিয়েছে তাই নতুন নিয়মে ফেসবুক প্রোফাইল পেজে কনভার্ট করব। ফেসবুক প্রোফাইল পেজে রুপান্তর করতে হলে ফেসবুক কোম্পানির কাছে আবেদন করতে হবে। আর  আবেদন করার পুর্বে কিছু শর্ত রয়েছে যে শর্তগুলো না মানলে আপনার প্রোফাইল ফেসবুক পেজে কনভার্ট হবে না।

এর জন্য অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইল কয়েকটি শর্ত মানতে হবে, শর্তগুলো হচ্ছে

  • রিয়েল নাম ব্যবহার করতে হবে আজেবাজে নাম ব্যবহার করা যাবে না।
  • জন্মতারিখ এমনভাবে সেট করতে হবে যাতে করে ১৮ বছরের বেশি জন্মতারিখ থাকে।
  • ফেসবুক প্রোফাইলটি যদি ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করলে ভালো। না করা থাকলেও সমস্যা নেই।
  • নতুন ফেসবুক আইডি ফেসবুক পেজে রুপান্তর করা সম্ভব না তাই অবশ্যই আপনার ফেসবুক আইডিটি পুরাতন হতে হবে।
  • আপনার রিয়েল ছবি ব্যবহার করুন কোন ধরনের কার্টুন বা অন্য কিছুর ছবি ব্যবহার করা যাবে না।

আপনার ফেসবুক প্রোফাইল যদি এই শর্ত গুলোর মধ্যে থাকে তাহলে পেজে কনভার্ট করতে পারবেন।

এখন ফেসবুক কোম্পানির কাছে আপনার প্রোফাইল পেজে কনভার্ট করার জন্য আবেদন করতে হবে।

প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল থেকে Help & support থেকে Help centre  প্রবেশ করুন। তারপর একটি সার্চ বার দেখতে পারবেন সেখানে Facebook profile convert  to Page লিখে সার্চ করুন।

তারপরে নিচের ছবি অনুযায়ী প্রথম অপশনটিতে ক্লিক করুন

ফেসবুক প্রোফাইল পেজে কনভার্ট

ক্লিক করার পরে একটু স্কল করার পর নিচের ছবি অনুযায়ী YES এবং NO এর বাটন দেখতে পারবেন। yes বাটনটিতে ক্লিক করুন

ফেসবুক প্রোফাইল পেজে কনভার্ট

এরপর একটি বক্স পাবেন সেখানে এই লেখা টি লিখুন, I use Facebook for many days following all the guidelines of Facebook. Currently I just want to transform my classic Facebook profile into a profile type page just for the experience. So please take a look at the classic profile and change it on the profile page. Thank You লেখার পরে সাবমিট বাটনে ক্লিক করে দিন।

তারপর ১-২ দিন অপেক্ষা করার পর,  যদি আপনার ফেসবুক প্রোফাইল পেজে কনভার্ট হওয়ার মতন যোগ্য হয় তাহলে অটোমেটিক আপনার প্রোফাইল পেজে কনভার্ট হয়ে যাবে অথবা তারা কিছু স্টেপ দিবে যেটা অনুসরণ করলেই আপনার প্রোফাইল পেজে কনভার্ট করে ফেলতে পারবেন।

Follow topics bangla facebook page

আরো পড়ুনঃ

মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম জেনে নিন। 2021

মন ভালো করার উপায়।2021

Topicsbangla

জানা ও অজানা বিষয় গুলো আপনাদের কাছে তুলে ধরা আমাদের মূল লক্ষ।আমাদের সাথেই থাকুন আশা করি উপকৃত হবেন।☺☺

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button