Facebook Tips

কেউ Facebook my day custom করে দিলে কিভাবে বুঝব?

আজকে অন্যের Facebook my day custom থাকলে সেটি বোঝার উপায় সম্পর্কে জানানোর চেষ্টা করব। Facebook my day custom বলতে কী বোঝায়? বর্তমানে আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা সবাই জানি ফেসবুকের নতুন ফিচার যুক্ত করেছে যার মাধ্যমে ২৪ ঘন্টার জন্য নিজের আপডেট Facebook my day হিসাবে  দেওয়া যায়।

সেটিংস পরিবর্তন করার মাধ্যমে Facebook my day চার ভাবে দেওয়া যায়

  • Public: পাবলিক করে দেওয়ার মাধ্যমে ফেসবুকের যে কেউ আপনার ডে দেখতে পারবে এর মধ্যে কোন সীমাবদ্ধ থাকবে না।
  •  Friends:   আপনার ফ্রেন্ডলিস্টে যারা আছে শুধুমাত্র তারাই আপনার ডে দেখতে পারবে
  • Hide story from:  এই সেটিংস এর মাধ্যমে আপনি যাদেরকে আপনার ডে দেখাতে ইচ্ছুক না তাদেরকে মার্ক করার মাধ্যমে তাদের থেকে আপনার ডে হাইড করে রাখতে পারবেন।
  • Custom:  এর মাধ্যমে আপনার ডে যে মানুষদেরকে দেখাতে চান তাদেরকে মার্ক করার ফলে, শুধুমাত্র তারাই সেই ডে দেখতে পারবে।

এখন মূল কথা হচ্ছে অন্যজন কাস্টম করে ডে দিল নাকি পাবলিক করে ডে  দিল সেটা আমাদের জেনে কি লাভ? আপনার লাভ না থাকলেও অনেক মানুষের লাভ থাকতে পারে।

অনেক সময় দেখা যায় শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য বা আপনাকে আঘাত করে কোন কথা বলার জন্য কেউ ডে দিয়ে থাকতে পারে। হয়তো সে কথাটি সরাসরি বলতে পারছে না,  সে ক্ষেত্রে আপনি যখন বুঝতে পারবেন তার ডে কাস্টম করে দিয়েছে তখন বুঝে নিতে হবে সেটা আপনাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। তাই কেউ Facebook My day custom করে দিলে সেটি জানার প্রয়োজন আছে।

Facebook My day custom কি না বুঝার উপায়

কেউ Facebook my day  custom করে দিয়েছে নাকি সেটি তখনই দেখতে পারবেন বা বুঝতে পারবেন যদি সেই ব্যক্তি কাস্টম ডে দেওয়ার  সময় আপনাকে মার্ক করে।

এটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন, এটি বোঝার জন্য ফেসবুকের অফিশিয়াল যেই সফটওয়্যারটি রয়েছে সেটির প্রয়োজন। মেসেঞ্জার বা ফেসবুক লাইট এ ধরনের সফটওয়্যার দিয়ে এটি বুঝতে পারবেন না।

ফেসবুকের অফিশিয়াল সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংক ক্লিক করুন।

ক্লিক করুন

আপনি যদি কারো Facebook my day custom কিনা বুঝতে চান তাহলে এই সফটওয়্যারটির মাধ্যমে ডে বা স্টোরি  দেখতে হবে।

আপনারা হয়তো কখনো খেয়াল করেছেন কিনা জানিনা এ সফটওয়্যারটির মাধ্যমে ডে  দেখার সময় নামের পাশে একটা আইকন থাকে যার মাধ্যমে বুঝতে পারবেন, এই ডে  পাবলিক নাকি কাস্টম করে দেওয়া হয়েছে।নিচের ছবিটি লক্ষ্য করুন আমি যে আইকনটির ওপর মার্ক করেছি, এই ধরনের আইকন থাকলে বুঝে নেবেন এটি কাস্টম করে  ডে দেওয়া হয়েছে

Facebook my day custom

 

কেউ যদি ডে পাবলিক করে দেয় সেটি বুঝার জন্য নিচের ছবিটি অনুসরন করুন

Facebook my day custom

আর যদি কেউ শুধুমাত্র ফ্রেন্ডের ডে  দেখাতে চায় সেটি বুঝার জন্য নিচের ছবিটা অনুসরণ করুন

Facebook my day custom

আশা করি আজকের পোস্ট সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন

Follow topics bangla facebook page

আরো পড়ুনঃ

মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম জেনে নিন। 2021

মন ভালো করার উপায়।2021

 

 

 

 

 

 

Topicsbangla

জানা ও অজানা বিষয় গুলো আপনাদের কাছে তুলে ধরা আমাদের মূল লক্ষ।আমাদের সাথেই থাকুন আশা করি উপকৃত হবেন।☺☺

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button