Facebook Tips

ফেসবুকে restrict করা একাউন্ট খুঁজে বের করার নিয়ম

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফেসবুকের গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আলোচনা করব।

আগে ফেসবুকে কোন ব্যক্তি বা গ্রুপকে ইগনোর করে রেখে দেওয়া যেত এবং সেটি মেসেজ রিকোয়েস্ট ও স্পাম মেসেজে খুঁজে পাওয়া যেতো। কিন্তু বর্তমানে মেসেজ ইগনোর করার অপশনটি ফেসবুকের কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। আর তার সাথে নতুন আপডেট এসেছে যেখানে গ্রাহকরা বা ব্যবহারকারীরা ইগনোর বদলে restrict করতে পারবে।

আপনি যাদেরকে restrict করবেন তাদেরকে ফেসবুকের মেসেজ রিকোয়েস্ট ও স্প্যাম মেসেজে খুঁজে পাওয়া যায় না। অনেকেই জানে না restrict করা একাউন্টগুলো কোথায় থাকে। আজকে আমি সেটি জানানোর চেষ্টা করব আপনি যদি কাউকে restrict করেন পরবর্তীতে তার অ্যাকাউন্ট কোথায় থেকে খুঁজে পাবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক Restrict করা অ্যাকাউন্ট গুলো খুঁজে পাওয়ার নিয়ম সম্পর্কে

Restrict অ্যাকাউন্ট খুঁজে বের করার নিয়ম

মেসেঞ্জারের মাধ্যমে খুব সহজেই Restrict অ্যাকাউন্টগুলো খুঁজে বের করতে পারবেন।

প্রথমে মেসেঞ্জার ওপেন করে Privacy  সেটিংস এ ক্লিক করুন, বুঝতে অসুবিধা হলে নিজের ছবি লক্ষ্য করুন।

Privacy  অপশনে ক্লিক করার পরেই, Restrict অ্যাকাউন্টগুলো খুঁজে পাবেন।

Follow topics bangla facebook page

আরো পড়ুনঃ

স্মৃতিশক্তি বৃদ্ধি করার উপায়। 2021

মন ভালো করার উপায়।2021

এন্ড্রয়েড মোবাইল পানিতে পড়লে করণীয়

Topicsbangla

জানা ও অজানা বিষয় গুলো আপনাদের কাছে তুলে ধরা আমাদের মূল লক্ষ।আমাদের সাথেই থাকুন আশা করি উপকৃত হবেন।☺☺

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button