ডিলিট করা ফেসবুক পোস্ট কিভাবে ফিরিয়ে আনা যায় আসুন জেনে নেই
ফেসবুক পোস্ট তাড়াহুড়ো করে ডিলিট করার পর কেনো ডিলিট করলাম এই নিয়ে চিন্তায় পড়ার ঘটনা আমাদের কারো কাছেই নতুন নয়। এমন পরিস্থিতিতে ডিলিট করা ফেসবুক পোস্ট ফিরিয়ে আনার কাছাকাছি সমাধান জানা যাবে আজকের ব্লগে।
এক পলকে সম্পুর্ন পোস্ট
ডিলিট করা ফেসবুক পোস্ট ফিরিয়ে আনা
প্রোফাইল থেকে কোনো ফেসবুক পোস্ট মুছে ফেলার সাথে সাথে এটি প্ল্যাটফর্ম থেকে পুরোপুরি মুছে নাও যেতে পারে। বরং রিমুভ করা পোস্ট Trash নামে একটি হিডেন ফোল্ডারে জমা থাকে। এই পোস্ট পারমানেন্টলি রিমুভ করার আগে উক্ত ফোল্ডারে ৩০ দিন রাখে ফেসবুক।তবে হ্যাঁ, পোস্ট ডিলিট করার ক্ষেত্রে আপনি যদি “মুভ টু ট্র্যাশ” অপশন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এই পদ্ধতি কাজে লাগিয়ে মুছে ফেলা পোস্ট উদ্ধার করতে পারবেন। যদি সরাসরি Delete অপশন ব্যবহার করেন তাহলে পোস্টটি সাথে সাথে মুছে যাবে। ফেসবুক অ্যাপে অনেক পোস্টের ক্ষেত্রে “ডিলিট” অপশন থাকে। সেটা ব্যবহার করলে পোস্টটি সাথে সাথে মুছে যাবে। আবার অনেক পোস্টের ক্ষেত্রে আপনি “মুভ টু ট্র্যাশ” অপশন পাবেন। সেটা ব্যবহার করলে পোস্টটি মুছে গিয়ে ট্র্যাশ ফোল্ডারে থাকবে যা অন্য কেউ দেখতে পারবেনা। ট্র্যাশ ফোল্ডার থেকে পোস্টটি ৩০ দিন পর নিজে নিজেই স্থায়ীভাবে মুছে যাবে।এর মানে হলো আপনি যদি ভুলে কোনো ফেসবুক পোস্ট ট্র্যাশ অপশন ব্যবহার করে রিমুভ করেন কিংবা মুছে ফেলা পোস্ট আবার ফিরিয়ে আনার চিন্তা করে থাকেন, তাহলে ট্র্যাশে থাকা পোস্ট পরবর্তী ৩০ দিনের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন। তাই আপনার আগে থেকে প্রত্যাশা স্পষ্ট রাখতে হবে যে কোন অপশন ব্যবহার করলে কী ফলাফল পেতে পারেন।
ফেসবুক পোস্ট Trash ও Archive এর মধ্যে পার্থক্য
ফেসবুক পোস্ট Trash করা এবং Archive করা এক বিষয় নয়। কোনো ফেসবুক পোস্ট Trash করলে এটি পারমানেন্টলি ডিলেট হওয়ার ৩০ দিন আগ পর্যন্ত Trash ফোল্ডারে জমা থাকে।আবার কোনো পোস্ট আর্কাইভ করা হলো এটি প্রোফাইল পেইজ থেকে হিডেন থাকবে যতদিন না ডিলেট করা না হচ্ছে।তবে ফেসবুক পোস্ট Trash ও আর্কাইভ করার নিয়ম প্রায় একই পোস্ট এর মেন্যু আইকনে ট্যাপ করে এরপর কাঙ্ক্ষিত অপশনে ট্যাপ করে পোস্ট ডিলেট বা আর্কাইভ করা যাবে।
ফেসবুক পোস্ট Trash করা উচিত নাকি Archive
প্রথমেই ভেবে নিতে হবে উক্ত পোস্ট ডিলেট বা আর্কাইভ করার কারণ কি।যদি শুধুমাত্র প্রোফাইল থেকে কোনো পোস্ট হাইড করতে চাওয়া হয় সেক্ষেত্রে এটি আর্কাইভ করলেই হবে।কিন্তু কোনো পোস্ট যদি মুছে ফেলার চেষ্টা করা হয় সেক্ষেত্রে অবশ্যই ডিলিট ফিচারটিই কাজে আসতে পারে।এই বিষয়ে দ্বিধায় থাকলে সেক্ষেত্রে উচিত হবে পোস্ট আর্কাইভ করা যেন যেকোনো সময় ওই পোস্ট আবার ফিরিয়ে আনা সম্ভব হবে।
Trash ফোল্ডার থেকে মুছে ফেলা ফেসবুক পোস্ট কিভাবে ফিরিয়ে আনা যায়
যেকোনো ডিভাইস ব্যবহার করেই Trash ফোল্ডার থেকে মুছে ফেলা ফেসবুক পোস্ট ফিরিয়ে আনা যাবে।
ফেসবুক অ্যাপ ব্যবহার করে
যদি এন্ড্রয়েড বা আইফোনে ফেসবুক অ্যাপ ব্যবহার করে মুছে ফেলা পোস্ট রিকভার করতে চাওয়া হয় তাহলে নিচে উল্লেখিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
- প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে।
- এরপর প্রোফাইলে প্রবেশ করতে হবে।
- এবার থ্রি ডট আইকনে ট্যাপ করে প্রোফাইলে সেটিংসে প্রবেশ করতে হবে।
- Activity Log অপশনে ট্যাপ করতে হবে।
- এরপর স্ক্রিনের টপে থাকা Trash অপশনে ট্যাপ করতে হবে।
- এবার যে ডিলেট করা পোস্ট রিকভার করা হবে সেটির পাশে থাকা সেটিংস আইকনে ট্যাপ করতে হবে ও Restore অপশন সিলেক্ট করতে হবে।
ফেসবুক ওয়েবসাইট থেকে
ফেসবুক অ্যাপের মতই ফেসবুক ওয়েবসাইট থেকেও মুছে ফেলা ফেসবুক পোস্ট রিকভার করা যাবে। তবে এইক্ষেত্রে বিভিন্ন সেটিংসের অবস্থান কিছুটা পরিবর্তিত হতে পারে।
ফেসবুক ওয়েবসাইট থেকে রিমুভ করা ফেসবুক পোস্ট ফিরিয়ে আনতে নিচে উল্লেখিত নিয়ম অনুসরণ করুন।
- প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজারের মাধ্যমে Facebook.com এ প্রবেশ করতে হবে।
- এরপর ফেসবুক প্রোফাইলে প্রবেশ করতে হবে।
- থ্রি ডট আইকনে ট্যাপ করতে হবে ও এরপর Activity Log অপশনে ক্লিক করতে হবে।
- এরপর সাইডবারে থাকা Trash আইকনে ক্লিক করতে হবে।
- এখন মুছে ফেলা যে পোস্টটি রিকভার করা হবে তার পাশে থাকা মেন্যু আইকনে ক্লিক করতে হবে ও Restore বাটনে ক্লিক করতে হবে।
এবার প্রফোইলে প্রবেশ করলে মাত্র রিকভার করা পোস্ট আবারো দেখতে পাওয়া যাবে।
Follow topics bangla facebook page
আরো পড়ুনঃ
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ২০২৪
বিকাশে স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম