Blogging & Wordpress

ব্লগিং করে কত টাকা আয় করা যায়?

ব্লগিং করে কত টাকা আয় করা যায় সেই সম্পর্কে হালকা ধারণা দেওয়ার চেষ্টা করব।

আপনি যে আমার এই আর্টিকেল পড়ছেন এটাকে ব্লগিং বলে অর্থাৎ কোন ওয়েবসাইটে নানা বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করার মাধ্যম গুলোকে ব্লগিং বলা হয়।

যারা ব্লগিং সেক্টরে নতুন বা ব্লগিং করার কথা চিন্তাভাবনা করছেন তাদের মাঝে একটি ভাবনাই ঘুরপাক খায় ব্লগিং করে কত টাকা আয় করা সম্ভব।

আমি দীর্ঘ দুই বছর যাবত ব্লগিং এর সাথে যুক্ত আছি সেখান থেকে আমার বাস্তব অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে শেয়ার করব

ব্লগিং করে কত টাকা আয় করা যায়

সত্যি কথা বলতে ব্লগিং করে কত টাকা আয় করা যায় এর কোন নির্দিষ্ট পরিমাণ নেই। কখনো আয় বেশি হতে পারে আবার কখনো আয় কম হতে পারে।

এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার আর্টকেলের বিষয়বস্তুর ওপর এবং CPC (Central Pay Commission) এর ওপর। আপনি যদি High cpc নিয়ে কাজ করেন তাহলে ভালো ইনকাম হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ ক্ষেত্রে ০.০৩ সেন্ট CPC পাওয়া যায়। আর ইংলিশ কন্টেন নিয়ে কাজ করলে অনেক বেশি CPC পাওয়া যায়।

আপনার সাইট থেকে ভালো পরিমাণের ইনকাম করতে হলে প্রচুর পরিমাণের ভিজিটর থাকতে হবে। যারা বাংলা ভাষায় ব্লগিং করেন তাদের ওয়েবসাইটে ১০০০ ভিজিটরের ১$+ আয় করা যায়। আর ইংলিশ ভাষা নিয়ে কাজ করলে ১০০০ ভিজিটরে প্রায় 5-10$ আয় করা যায়।

আপনার বাংলা সাইটে যদি প্রতিদিন  ১০০০ বেশি ভিজিটর থাকে তাহলে প্রতি মাসে প্রায় (৩০০০*০.০৩)=৩০ ডলারের বেশি আয় করতে পারবেন।

অল্প সময়ের মধ্যে ব্লগিং এ সফল হতে চাইলে নিচের আর্টিকেল গুলো পড়ুন।

১০০% র‍্যাংকিং হবে। আর্টিকেল লেখার নিয়ম

ব্যাকলিংক কি? কিভাবে ব্যাকলিংক করব?

Follow topics bangla facebook page

Topicsbangla

জানা ও অজানা বিষয় গুলো আপনাদের কাছে তুলে ধরা আমাদের মূল লক্ষ।আমাদের সাথেই থাকুন আশা করি উপকৃত হবেন।☺☺

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button