Facebook Tips

বুক ফাটা কষ্টের ফেসবুক স্ট্যাটাস

আজকে আপনাদের সামনে কিছু কষ্টের ফেসবুক স্ট্যাটাস তুলে ধরব যেগুলো ফেসবুকে পোস্ট করার মাধ্যমে হাজার হাজার লাইক ও কমেন্ট পাবেন এবং আপনার কষ্টগুলো অন্যদের কাছে প্রকাশ করতে পারবেন।

আমার মন ভেঙেছ এতে আমার কোন কষ্ট নেই, দেখো তোমার মন যেন আবার অন্য কেউ না ভাঙ্গে।

 

হয়তো একই ছাদের নিচে আমাদের থাকা হলো না, কিন্তু এটা ভেবে ভালো লাগে যে আমরা এক আকাশের নিচে বসবাস করি

 

খুব জানতে ইচ্ছে করে যে সুখের খোঁজে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, সেই সুখ কি তুমি খুঁজে পেয়েছো?

 

আমি সত্যিকারে ভালবেসে হেরেছি.. আর তুমি মিথ্যা ভালোবেসে জিতে  গেলে

 

 

ভালবাসলে যে ভালোবাসার কে মানুষকে পেতে হবে। এমন তো কোন কথা নেই একটাই শুধু চাওয়া সেটা হচ্ছে ভালোবাসা মানুষ ভালো থাকুক

 

ভালোবেসে তোমাকে এই অন্তরে জায়গা দিয়েছি, আর সেই অন্তরে তুমি আমাকে আঘাত দিলে?

 

কখনো যদি তোমার অনুভব হয় এ পৃথিবীতে তোমাকে আর কেউই ভালোবাসা না,, তাহলে বুঝে নিও আমি আর এই দুনিয়াতে নেই

 

যে বুকে মাথা রেখে বলেছিলে ভালবাসি,,,,সেই বুকে আঘাত করতে একটু কষ্ট হয়নি?

 

আমার খারাপ ব্যবহার গুলোই সুন্দর করে মনে রাখলে কিন্তু আমার ভালোবাসার মুহূর্ত গুলো মনে রাখলে না

 

সবার মনের কথা রাখতে গিয়ে, নিজের মনের কথাই শোনা হলো না

 

সত্যিকারের ভালোবাসা গুলো আমাদের পছন্দ নয় কিন্তু মিথ্যা ভালোবাসার মায়া কাটাতে আমাদের জীবন শেষ হয়ে যায়

 

জানো প্রিয় সবাই বলে জীবনে ভালো কিছু করে তোমাকে দেখিয়ে দিতে যাতে করে তুমি আমার জন্য আফসোস করো কিন্তু আমি তো চেয়েছিলাম তোমাকে সাথে নিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছাতে যাতে করে আমাদের দেখে সবাই আফসোস করে

 

যারা খুব সহজে ভালোবাসার মানুষের বদনাম করতে পারে তারা কখনো ভালই বাসেনি কারণ ভালোবাসার মানুষ কখনো খারাপ হতে পারে না

 

জানো প্রিয় বাস্তব জীবনে তুমি আমার থেকে যতটা দূরে কল্পনাতে তুমি আমার ঠিক ততটাই কাছে

 

তুমি আপন করলে অন্য কাউকে,

আর আমি আপন করলাম তোমার দেওয়া কষ্ট গুলোকে

 

সব কিছুই বুঝতে পারো শুধু আমার ভালোবাসা ছাড়া

 

দোষ আমারই ছিল কারণ স্বপ্ন শুধু আমি দেখেছিলাম

 

আমার মনের অবস্থা যদি তুমি দেখতে পারতে তাহলে আমাকে না ভালবেসে কখনো থাকতে পারতে না

 

আমার কষ্ট কখনো তোমার সামনে প্রকাশ করিনি এটা ভেবে যে আমার কষ্টে যদি তুমি কষ্ট পাও

 

ভালো থাকতে ভালবাসিনি,,

ভালো রাখতে ভালবেসেছি

 

হয়তো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার ছিল না কিন্তু তোমাকে ভালোবেসে আগলে রাখার যোগ্যতা আমার ঠিকই ছিল

 

অন্যের ভালবাসার থেকে তোমার কষ্টগুলো আমার বেশি প্রিয়

 

ভালোবাসা আমায় শিখিয়েছে কিভাবে কষ্টের মাঝে সুখ খুঁজে নিতে হয়

 

বর্তমানে এমন পরিস্থিতিতে আছি সুখের চেয়ে কষ্টের মাঝে থাকতে বেশি ভালো লাগে

 

জানো প্রিয়, আমি যদি কোন ভাবে তোমার বিয়ের খবর পেয়ে থাকি তাহলে অবশ্যই সেখানে উপস্থিত রইবো। কারণ পৃথিবীর সব থেকে ভাগ্যবান ব্যক্তিটা কে কাছ থেকে দেখার খুব ইচ্ছা আমার

 

আমার অভিমানগুলো তোমার কাছে ছিল অভিযোগ

আমার কষ্টগুলো তোমার কাছে ছিল হাস্যকর

আর আমার ভালবাসাগুলো তোমার কাছে ছিল বিরক্তকর

 

তুমি ছিলে আমার ভালোবাসার মাঝে 

আর আমি ছিলাম তোমার অবহেলার সাজে 

 

ভালোবাসার আগে ভেবেছিলাম এটা খুব সুখের অনুভূতি 

ভালোবেসে বুঝলাম এটা দুঃখের শেষ পরিণতি

 

তোমার থেকে আমার ভালোবাসা বেশি সুন্দর ছিল 

যার কারণে তুমি বেইমানি করলেও আমার ভালোবাসা বেইমানি করেনি 

 

মানুষ এত সুন্দর হবে কিভাবে মিথ্যা কথা বলে?

 যে মিথ্যা গুলো আজও আমার বিশ্বাস হয় না 

 

যদি তুমি আমাকে বলেছিলে আমাকে ভালোবাসো সেদিন মনে হয়েছিল আমি পৃথিবীর সব থেকে সুখী 

আর আজকে আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে দুঃখী 

 

কতটুকু ভালোবাসার বিনিময়ে আমার জীবনে থাকবে সেটা যদি বলতে

 তাহলে ততটুকু ভালবাসায় আমি তোমাকে দিতাম 

 

প্রতিটি নির্ঘুম রাত আমাকে শিখিয়েছে ভালোবাসা বলতে কিছু নেই 

সবকিছু মিথ্যে ছলনা

 

তুমি অন্যের গন্ধে আসক্ত আর আমি নিকোটিনের গন্ধে বিষাক্ত 

 

 

 

Follow topics bangla facebook page

আরো পড়ুনঃ

ডিলিট করা ফেসবুক পোস্ট কিভাবে ফিরিয়ে আনা যায় আসুন জেনে নেই

বিকাশে স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

ঘরে বসে মোবাইল দিয়ে টাকা ইনকাম করুন

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয় করুন।

ফেসবুক থেকে আয় করার উপায় গুলো সম্পর্কে জেনে নিন

Topicsbangla

জানা ও অজানা বিষয় গুলো আপনাদের কাছে তুলে ধরা আমাদের মূল লক্ষ।আমাদের সাথেই থাকুন আশা করি উপকৃত হবেন।☺☺

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button