ইউটিউব শর্টস থেকে টাকা আয়ের উপায় জেনে নিন
বর্তমানে খুব সহজেই ইউটিউব শর্টস থেকে টাকা আয় করতে পারা যায়। ইউটিউব এখন প্রায় প্রতিটি দেশে খুব জনপ্রিয় ও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই অনলাইন প্লাটফর্ম ব্যবহার করছে তাদের বিনোদনের মাধ্যম হিসেবে। এছাড়াও অনেকেই ইউটিউব থেকে আয় করতে ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে অনলাইনে অর্থ উপার্জন করার চেষ্টা করছেন।ইউটিউবের গতানুগতিক ভিডিও প্রথার সাথে নতুন যুক্ত করা হয়েছে ইউটিউব শর্টস।ইউটিউবের শর্টস এর বৈশিষ্ট্য গুলি কিছুটা টিকটক এর অনুরূপ হওয়ার কারণে অনেকেই ইউটিউব শর্টস ব্যবহার করতে অনেক বেশি আগ্রহী।ইউটিউব শর্টসের ক্ষেত্রে ছোট ভিডিও তৈরির জন্য প্রচুর ভিডিও ইফেক্ট দেওয়া রয়েছে। এর ফলে ব্যবহারকারী খুব সহজেই একটি পেশাদার ভিডিও তৈরি করতে পারবে।আমাদের আজকের এই ব্লগে আমরা ইউটিউব শর্টস এবং এর মাধ্যমে অর্থ উপার্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
এক পলকে সম্পুর্ন পোস্ট
ইউটিউব শর্টস কি
ইউটিউবের শর্টস হলো ইউটিউব এর এমন একটি সেবা যার মাধ্যমে ছোট ছোট ভিডিও তৈরি করা যায়। ইউটিউব থেকে বাড়তি ভিডিও ইফেক্ট রয়েছে যার কারনে ভিডিও গুলোতে পেশাদারিত্ব দেখা যায়।বর্তমানে টিকটক এর জনপ্রিয়তা লাভের পরে টিকটক এর মত করে অনেকগুলো অ্যাপ লঞ্চ করা হয়েছে। ব্যবহারকারীদের জনপ্রিয়তার কথা মাথায় রেখে ইউটিউব শর্টস নামে শর্ট ভিডিও সেবাটি চালু করেছে। কোনো ব্যবহারকারী যদি ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করতে চান তাহলে মোবাইল থেকেই সহজেই ইউটিউব শর্টস ভিডিও তৈরী করতে পারবে। ইউটিউব অ্যাপের মাধ্যমে সরাসরি ছোট ভিডিও বানিয়ে সেগুলো সহজেই শেয়ার করা যায়। ইউটিউব শর্টস এ সাধারনত মিউজিক, ভিডিও ট্রিমিং, ভিডিও স্পিড কন্ট্রোল সহ আরো অনেক ধরনের সুবিধা পাওয়া যায়।
ইউটিউব শর্টস থেকে কি আয় সম্ভব
২০২৩ সালের আগে ইউটিউব শর্টস থেকে সাধারণ উপায়ে আয়ের সুযোগ ছিলো। ইউটিউব শর্টস মনিটাইজেশন ফান্ড এর মাধ্যমে আগে ১০০ মিলিয়নের অধিক ক্রিয়েটরকে অর্থ প্রদান করা হতো। অবশেষে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ১তারিখ হতে ইউটিউব শর্টস মনিটাইজেশন চলে এলো অধিকাংশ ক্রিয়েটরদের জন্য। নতুন শর্টস রেভিনিউ শেয়ায়িং মডেল এসেছে যার ফলে ইউটিউব শর্টস মনেটাইজেশন ফান্ড এর আর প্রয়োজন হবেনা।
ইউটিউব শর্টস থেকে আয় করার উপায়
ইউটিউবের শর্টস থেকে আয় করতে চাইলে ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হতে হবে। শর্টস থেকে আয়ের ক্ষেত্রে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর শর্ত কিছুটা ভিন্ন।বর্তমান ইউটিউব মনেটাইজেশন মডিউলসমূহ নিম্নরুপ
- ওয়াচ পেজ মনেটাজেশন মডিউল ব্যবহারের মাধ্যমে লং-ফর্ম, লাইভ-স্ট্রিম ও প্রিমিয়াম কনটেন্টে প্রদর্শিত এড থেকে রেভিনিউ প্রদান করা হয়।
- শর্টস মনেটাইজেশন মডিউলের মাধ্যমে ইউটিউব শর্টস ফিডে কনটেন্ট এর সাথে দেখানো এড এর রেভিনিউ পেয়ে যাবেন ক্রিয়েটরগণ।
- কমার্স প্রোডাক্ট এডেন্ডাম কথাটি কিছুটা জটিল মনে হলেও এই মনেটাইজেশন মডিউল এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো মেম্বারশিপ, সুপার চ্যাট, সুপার থ্যাংকস।
ইউটিউব শর্টস থেকে আয় করার ক্ষেত্রে রিকোয়ারমেন্টস
একজন ক্রিয়েটর ইউটিউবের শর্টস থেকে আয় করতে চাইলে ক্রিয়েটরগণের নিচের দুইটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হবে-
- ১,০০০ সাবস্ক্রাইবার হতে হবে ও ১০মিলিয়ন ভ্যালিড পাবলিক শর্টস ভিউস ৯০ দিনের মধ্যে সাবমিট করতে হবে।
- ১,০০০সাবস্ক্রাইবার থাকতে হবে ও ৪,০০০ ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার ও বড় ভিডিওতে গত ১২মাসে থাকতে হবে। এইক্ষেত্রে শর্টস থেকে আসা ওয়াচ আওয়ার হিসাব হবেনা।
প্রতি মাসে ইউটিউব শর্টস ক্রিয়েটরদের রেভিনিউ প্রদান করতে হবে।প্রাপ্ত মোট রেভিনিউ এর মধ্যে কিছু অংশ যাবে ইউটিউবে। কিছু অংশ যাবে মিউজিক লাইসেন্সিং করার জন্য। শর্টসে যে ধরনের মিউজিকই ব্যবহার করা হোক না কেনো, ক্রিয়েটরগণ পাচ্ছেন মোট রেভিনিউ এর ৪৫%।
কিভাবে ইউটিউব শর্টস ভিডিও বানানো যায়
ইউটিউব এর শর্টস ফিচার ব্যবহার করার জন্য-
- মোবাইলের থেকে ইউটিউব অ্যাপ ওপেন করতে হবে।
- একটি খোলার পরে নিচে মাঝখানে একটি প্লাস আইকন দেখা যাবে। সেই আইকনে ক্লিক করতে হবে।
- এখানে থাকা ক্রিয়েট এ শর্ট অপশনে ক্লিক করতে হবে।
- মোবাইলের ক্যামেরা ভিডিও রেকর্ডিং এর জন্য খোলা হবে।এখন ইচ্ছামত এখান থেকে ভিডিও রেকর্ড করতে হবে।
- ভিডিও রেকর্ড করার পরে ভিডিওতে গান যোগ করা যেতে পারে অথবা বিভিন্ন রকমের ফিল্টার এবং ইফেক্ট ব্যবহার করা যেতে পারে।
- সঠিকভাবে ভিডিও তৈরি ও এডিট করার পরে টাইটেল এবং বর্ণনা দিতে হবে।
- সর্বশেষে ভিডিওটি ইউটিউব চ্যানেলে আপলোড করা যাবে।
ইউটিউব শর্ট ভিডিও করার জন্য অবশ্যই একটি ইউটিউব একাউন্ট থাকা দরকার। কেননা যখনই ভিডিও বানাতে হবে এবং আপলোড করতে হবে তখন ভিডিওগুলো নিজেস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে।
আরো পড়ুন
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় জেনে নিন
টুইটার থেকে টাকা ইনকাম করার পদ্ধতি জেনে নিন
ইউটিউব শর্টস এর কিছু বৈশিষ্ট্য
- ভিডিও ১ মিনিটের চেয়ে ছোট হবে।
- ভিডিও এর সাথে মিউজিক যুক্ত করা যাবে।
- ভিডিওর গতি নিয়ন্ত্রন করা যাবে।
- ইউটিউব শর্টসের মাধ্যমে ইউটিউব কমিউনিটি অথবা চ্যানেলকে অনেক দ্রুত বৃদ্ধি করা যাবে।
- ভিডিও রেকর্ড করতে টাইমার এবং কাউন্টডাউন ফিচার ব্যবহার করা যাবে।
- ভিডিওতে খুব সহজেই স্লো মোশন ইফেক্ট ব্যবহার করা যায়।
- ভিডিওর আকর্ষণ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ফিল্টার এবং ইফেক্ট ব্যবহার করা যাবে।
ইউটিউব শর্টস থেকে ইনকাম করার ক্ষেত্রে শর্টস ভিডিও এর ভিউ থেকে এড রেভিনিউ অনেক দারুন উপায় বলা যায়। কেননা এড রেভিনিউ এর মাধ্যমে বিগত অনেক বছর থেকেই বড় ভিডিও তৈরি করা ক্রিয়েটররা নিয়মিত লক্ষ লক্ষ টাকা ইনকাম করেই চলছেন।
সঠিক পথে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করুন
ডিজিটাল মার্কেটিং কি এবং এ থেকে আয়ের উপায় জেনে নিন
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয় করুন।