Computer Tips

কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ ১০ সেট আপ দেওয়ার নিয়ম জেনে নিন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এর একটি জনপ্রিয় ভার্সন হল উইন্ডোজ ১০।উইন্ডোজ ১০ সেট আপ দেওয়াও অনেক সহজ। যদিও এর সর্বশেষ ভার্সন উইন্ডোজ ১১ হলেও অনেকেই এটি ব্যবহার করতে চান না। কেননা এটি ব্যবহারের জন্য একটি হাই কনফিগারেশনের একটি কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন হয়।উইন্ডোজ ১০ ইন্সটল দেওয়ার জন্য অবশ্যই একটা উইন্ডোজ ১০ বুট্যাবল পেনড্রাইভ লাগবে, যেটার মাধ্যমে আপনি ইন্সটল দিবেন। যদি আপনার কাছে বুট্যাবল পেনড্রাইভ না থাকে, সেক্ষেত্রে আপনি নিজেই নিজের পেনড্রাইভ টাকে বুট্যাবল করে নিতে পারবেন।

বুট্যাবল পেনড্রাইভ তৈরি করার নিয়ম

বুট্যাবল পেনড্রাইভ তৈরী করার জন্য-

  • প্রথমে যে পেনড্রাইভ টাকে বুট্যাবল করতে চান সেটা আপনার পিসিতে লাগিয়ে নিতে হবে ফরম্যাট করে নিতে হবে।
  • এরপর Microsoft এর Windows Media Creation Tool টি ডাউনলোড করে নিতে হবে।
  • ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে File টিতে ডাবল ক্লিক করে টুল টি চালু করতে হবে।
  • এরপর Accept বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর Create installation media সিলেক্ট করতে হবে এবং Next বাটনে ক্লিক করতে হবে।
  • Language, Edition এবং Architecture সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
  •  USB flash drive অপশনটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
  •  আপনার পেনড্রাইভ টি সিলেক্ট করুন এবং Next বাটনে ক্লিক করুন।
  • এখন Windows 10 Setup ফাইলটি ডাউনলোড শুরু হবে এবং অটোমেটিক্যালি আপনার পেনড্রাইভটিও বুট্যাবল হয়ে যাবে।
  • সব Processing শেষ হলে Your USB flash drive is ready লেখা আসবে। তখন Finish বাটনে ক্লিক করলেই আপনার বুট্যাবল ফাইল রেডি হয়ে যাবে।

উইন্ডোজ ১০ সেট আপ দেওয়ার নিয়ম

বুট্যাবল পেনড্রাইভ রেডি করার পর খুব সহজেই পেনড্রাইভ থেকে কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ ১০ ফাইল টি ইনস্টল করে ফেলা যাবে।উইন্ডোজ ১০ ফাইল সেট আপ দেওয়ার নিয়ম নিন্মরূপ-

  1. প্রথমেই পিসিতে Bootable Pendrive টি লাগিয়ে পিসি রিস্টার্ট দিতে হবে।
  2. পিসি রিস্টার্ট হওয়ার সময় Boot Menu Key চেপে Boot Menu তে প্রবেশ করতে হবে।
  3. Boot Menu থেকে পেনড্রাইভ টি সিলেক্ট করে এন্টার প্রেস করতে হবে।
  4. পিসি টি পেনড্রাইভ থেকে Boot হবে এবং এরপর একটি উইন্ডো আসবে ও সেখানে থাকা Next বাটনটিতে ক্লিক করতে হবে।
  5. এরপর Install now এ ক্লিক করতে হবে।
  6. তারপর I don’t have a product key তে ক্লিক করতে হবে।
  7. I accept the license terms চেকবক্স টিতে টিক দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে।
  8. Custom Install Windows only (Advanced) অপশনটিতে ক্লিক করতে হবে।
  9. যে পার্টিশনে উইন্ডোজ ইন্সটল করতে হবে সেটা সিলেক্ট করে Delete বাটনে ক্লিক করতে হবে। এর ফলে পার্টিশনটা সম্পূর্ণ খালি হয়ে যাবে।
  10. এরপর, যে পার্টিশনটা ডিলিট করলেন (নামের শেষে Unallocated Space লেখা থাকবে) সেটা সিলেক্ট করে Next বাটনে ক্লিক করতে হবে। তাহলে উইন্ডোজ ১০ ইন্সটল হওয়া শুরু হবে।
  11. ইন্সটল হয়ে যাওয়ার পর কিছু Basic Setup করতে হবে। এরপর পেজে United States সিলেক্ট রেখেই Yes এ ক্লিক করতে হবে।
  12. এরপর Keyboard layout US সিলেক্ট করে Yes বাটনে ক্লিক করতে হবে।
  13. এরপর Skip বাটন এ ক্লিক করতে হবে।
  14.  Set up for personal use সিলেক্ট করে Next বাটনে ক্লিক করতে হবে।
  15. এরপর যদি Microsoft Account থেকে থাকে, তাহলে সেটা Add করুন অথবা বামপাশের নিচের দিকে থাকা Offline account এ ক্লিক করতে হবে। তারপর, আপনার নাম দিন এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে।
  16. এরপর Do it later এ ক্লিক করুন।
  17. যদি Windows এর ভয়েস অ্যাসিস্ট্যান্ট Cortana ব্যবহার করা হয় তাহলে Yes এ ক্লিক করতে হবে, আর না হলে No তে ক্লিক করতে হবে।
  18. Privacy Options গুলো আপনার ইচ্ছামত On/Off করে Accept বাটনে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আপনি Windows 10 এর Desktop দেখতে পাবেন।
  19. এরপরেই সেটআপ কমপ্লিট হয়ে যাবে।

ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ ১০ সেট আপ দিলে নানা ধরনের সুবিধা পাওয়া যায়।উইন্ডোজ ১০ এর ফিচার ও ইউজার ইন্টারফেস অনেক সমৃদ্ধ ।Windows 10 এর লোডিং টাইম খুবই কম। যে কোন প্রোগ্রাম খুব দ্রুত লোড হয়।Windows 10 নিয়মিত আপডেট হয়। তাছাড়া, উইন্ডোজ ০ আপডেট দেওয়ার পর কম্পিউটার স্টোরেজে থাকা গুচ্ছ ফাইল বা ডকুমেন্টের কোনো ক্ষতি-সাধন হয় না।

Windows 10 এর নিজস্ব anti-virus ফিচার রয়েছে। যা রিলেটাইম আপনার কম্পিউটারকে ভাইরাস, মালওয়্যার এবং বিভিন্ন ক্ষতিকারক প্রোগ্রাম থেকে প্রোটেক্ট করবে।ভয়েজ টাইপিং ফিচারে Windows 10 সমৃদ্ধ। অনেকেই কিবোর্ডের মাধ্যমে হাতে টাইপিং করতে ক্লান্তিবোধ করি। তাদের জন্য উইন্ডোজ ১০ এর ভয়েজ টাইপিং ফিচারটি খুবই কাজে দেবে।উইন্ডোজ ১০ এর সুবিধা হলো মোটামুটি কনফিগারেশনের পিসিতেও এটি ব্যবহারের উপযুক্ত। তাই বেশীর ভাগ কম্পিউটার ব্যবহারকারীরাই তাদের কম্পিউটারে উইন্ডোজ ০ সেটআপ দিয়ে থাকে।

Follow topics bangla facebook page

আরো পড়ুনঃ

সঠিক পথে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করুন

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয় করুন।

ফেসবুক থেকে আয় করার উপায় গুলো সম্পর্কে জেনে নিন

ডিলিট করা ফেসবুক পোস্ট কিভাবে ফিরিয়ে আনা যায় আসুন জেনে নেই

বিকাশে স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

Shakiul Hasan

Hey everybody! I blog on everything and anything that spikes any hint of interest in me! Do check my blogs out

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button