Android TipsComputer Tips

মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়ার উপায় জেনে নিন

অনেক সময় বিভিন্ন কারনে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে হয়।ইন্টারনেট সংযোগে অনেক সময় নানান ধরনের সমস্যা দেখা দেয় যার ফলে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় কম্পিউটারে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না যার ফলে অনেক সমস্যা হয়।অনলাইনে কম্পিউটারে কোনো কাজ করার সময় ইন্টারনেট গেলে তখন সেই কাজ টি পুরোপুরিভাবে না করেই শেষ করতে হয়।কিন্তু এই সমইয় যদি কম্পিউটারে মোবাইল থেকে ইন্টারনেট সংযোগ দেওয়া হয় তাহলে খুব সহজেই সেই কাজটি শেষ করা যায়।আজকের ব্লগে আমরা মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়ার উপায় জানতে পারবো।

মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়ার নিয়ম

বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে কম্পিউটারে মোবাইল থেকে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়।এ পদ্ধতি গুলো জেনে রাখা খুব জরুরি। কেননা অনেক সময় এই উপায় গুলো কাজে লেগে যায়।কম্পিউটারে মোবাইল থেকে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য প্রথমে মোবাইলে Personal Hotspot অন করতে হবে এবং কম্পিউটার বা ল্যাপটপের Wifi অন করতে হবে।কম্পিউটারে মোবাইল থেকে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য মূলত তিনটি উপায় রয়েছে।

১। ওয়াইফাই/মোবাইল ডাটার সাহায্যে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ

২। ডাটা ক্যাবলের সাহায্যে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ

৩।ব্লুটুথ এর সাহায্যে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ

এখন আমরা এ পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো।

ওয়াইফাই/মোবাইল ডাটা এর সাহায্যে কম্পিউটারে মোবাইল দ্বারা ইন্টারনেট সংযোগ

ওয়াইফাই/মোবাইল ডাটার সাহায্যে কম্পিউটারে ইন্টারনেট দেওয়ার জন্য অবশ্যই মোবাইলে ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন থাকতে হবে।মোবাইলে ডাটা বা ওয়াইফাই এর সাহায্যে কম্পিউটারে নেট চালানোর জন্য সর্বপ্রথম আপনাকে মোবাইলের সেটিংস এ ঢুকে Personal Hotspot অন করে নিতে হবে।এরপর এখান থেকে ওয়াইফাই হটস্পট অন করে নিতে হবে।এরপর আপনার ল্যাপটপ বা কম্পিউটারের টাস্ক বার থেকে ওয়াইফাই নেটওয়ার্ক অপশন খুজে নিতে হবে।ওয়াইফাই নেটওয়ার্ক অপশনে ক্লিক করলেই Available Connections দেখা যাবে সেইখান থেকে আপনার মোবাইলের হটস্পট কানেকশন খুজে বের করে নিতে হবে এবং কানেক্ট করে নিতে হবে।মোবাইলের হটস্পটে কানেক্ট করার জন্য মোবাইলের হটস্পটে দেওয়া পাসওয়ার্ড বসিয়ে নিতে হবে তাহলেই কম্পিউটারের সাথে মোবাইলের হটস্পট কানেক্টেড হয়ে যাবে।এভাবেই আপনি মোবাইলের ডাটা বা ওয়াইফাই কম্পিউটারের সাথে কানেক্টেড করে নিয়ে তা ব্যবহার করতে পারবেন।

ডাটা ক্যাবলের সাহায্যে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ

মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য আরেকটি উপযুক্ত পদ্ধতি হলো ডাটা ক্যাবলের সাহায্যে ইন্টারনেট সংযোগ দেওয়া।যদি আপনার কম্পিউটারে কোন Wifi Device যুক্ত না থাকলে তাহলে মোবাইলের Data Cable দিয়েও মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করতে পারবেন খুব সহজেই।এ জন্য প্রথমে আপনাকে মোবাইলের Data Cable টি কম্পিউটারের USB Port এর সাথে কানেক্ট করে নিতে হবে এবং পাশাপাশি মোবাইলের সাথেও কানেক্ট কএ নিতে হবে।এরপর আপনার মোবাইলের সেটিংস অপশনে যেতে হবে।সেখান থেকে মোবাইলের পার্সোনাল হটস্পট অন করে নিতে হবে এবং আপনাকে এখান থেকে Other Sharing Mode অপশনে যেতে হবে।এরপর আপনাকে Share Phone Network via USB অপশনটি চালু করে নিতে হবে।তাহলেই আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দেয়া যাবে এবং আপনি কম্পিউটারে অনলাইন ভিত্তিক কাজ গুলো করতে পারবেন।

ডাটা ক্যাবল ব্যবহার করে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ প্রদান করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডাটা ক্যাবলটি ভালো মানের হয়।নাহলে অনেক সময় কম্পিউটারে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

ব্লুটুথ এর সাহায্যে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ

মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ প্রদান করার জন্য আরেকটি মাধ্যম বা উপায় হলো ব্লুটুথ এর সাহায্যে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ প্রদান করা।এটি একটি অতি সহজ মাধ্যম।ব্লুটুথ এর মাধ্যমে আপনি কম্পিউটারে ইন্টারনেট খুব সহজে প্রদান করতে পারবেন।মোবাইলের ব্লুটুথ দিয়ে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য প্রথমে আপনাকে মোবাইল ফোনের সেটিংস ওপেন করে নিতে হবে। এরপর সেখানে পার্সোনাল হটস্পট অন করে নিয়ে আপনাকে Other Sharing Mode এর মধ্যে প্রবেশ করে নিতে হবে।সেইখানে আপনি Share Phone Network via USB নামক একটি অপশন দেখতে পারবেন।আপনাকে এই অপশনটি চালু করে নিতে হবে।এই অপশনটি চালু করে নিলেই আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ পেয়ে যাবে।

অনেক সময় আপনি যখন কম্পিউটারে গুরুত্বপূর্ণ কাজ করেন তখন লোড শেডিং হলে আপনার বাসায় থাকা ওয়াইফাই কানেকশন বন্ধ হয়ে যেতে পারে যার ফলে আপনার কম্পিউটারেও ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যাবে এবং আপনি আপনার কাজটি পুরোপুরি ভাবে শেষ করতে পারবেন না।এজন্য আপনার উপরের উপায় গুলো অনুসারে সকল কাজ করা উচিত।

আরো পড়ুনঃ

অনলাইন ইনকাম বাড়ানোর জন্য যেসব কাজ করা যায় আসুন জেনে নেই

সঠিক পথে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করুন

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয় করুন।

Follow topics bangla facebook page

Shakiul Hasan

Hey everybody! I blog on everything and anything that spikes any hint of interest in me! Do check my blogs out

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button