ফেসবুকে restrict করা একাউন্ট খুঁজে বের করার নিয়ম
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফেসবুকের গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আলোচনা করব।
আগে ফেসবুকে কোন ব্যক্তি বা গ্রুপকে ইগনোর করে রেখে দেওয়া যেত এবং সেটি মেসেজ রিকোয়েস্ট ও স্পাম মেসেজে খুঁজে পাওয়া যেতো। কিন্তু বর্তমানে মেসেজ ইগনোর করার অপশনটি ফেসবুকের কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। আর তার সাথে নতুন আপডেট এসেছে যেখানে গ্রাহকরা বা ব্যবহারকারীরা ইগনোর বদলে restrict করতে পারবে।
আপনি যাদেরকে restrict করবেন তাদেরকে ফেসবুকের মেসেজ রিকোয়েস্ট ও স্প্যাম মেসেজে খুঁজে পাওয়া যায় না। অনেকেই জানে না restrict করা একাউন্টগুলো কোথায় থাকে। আজকে আমি সেটি জানানোর চেষ্টা করব আপনি যদি কাউকে restrict করেন পরবর্তীতে তার অ্যাকাউন্ট কোথায় থেকে খুঁজে পাবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক Restrict করা অ্যাকাউন্ট গুলো খুঁজে পাওয়ার নিয়ম সম্পর্কে
Restrict অ্যাকাউন্ট খুঁজে বের করার নিয়ম
মেসেঞ্জারের মাধ্যমে খুব সহজেই Restrict অ্যাকাউন্টগুলো খুঁজে বের করতে পারবেন।
প্রথমে মেসেঞ্জার ওপেন করে Privacy সেটিংস এ ক্লিক করুন, বুঝতে অসুবিধা হলে নিজের ছবি লক্ষ্য করুন।
Privacy অপশনে ক্লিক করার পরেই, Restrict অ্যাকাউন্টগুলো খুঁজে পাবেন।
Follow topics bangla facebook page
আরো পড়ুনঃ
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ২০২৪
বিকাশে স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম