কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ ইনস্টল করার উপায় জেনে নিন
বর্তমানে অনেক কম্পিউটার ইউজার রা তাদের কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ ইনস্টল করতে চায়।কেননা বেশির ভাগ মোবাইল অ্যাপ গুলো পিসি বা কম্পিউটারে ইনস্টল করা যায় না।এন্ড্রয়েড এর সকল সুবিধা নেওয়ার জন্যই সাধারনত কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ ইনস্টল করা হয়।আবার কিছু কিছু মানুষ এমন কিছু গেম খেলতে আগ্রহী হয় যা শুধু এন্ড্রয়েড এই সাপোর্ট করে।এই এন্ড্রয়েড গেমস গুলো পিসি বা কম্পিউটারে খেলতে চাইলেও কম্পিউটার কে প্রথমে এন্ড্রয়েড মোডে করে নিতে হয়।আজকের ব্লগে আমরা জানতে পারবো কিভাবে কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ ইনস্টল করতে হয়।
কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ ইনস্টল করার উপায়
মোবাইল ফোনের সকল ফিচার গুলো কম্পিউটার বা পিসিতে উপভোগ করার জন্যই মূলত এন্ড্রয়েড অ্যাপ কম্পিউটারে ইনস্টল করা হয়।এন্ড্রয়েড অ্যাপ গুলো কম্পিউটারে ইনস্টল দেওয়ার জন্য নানা ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয়।কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ গুলো ইনস্টল করতে চাইলে কম্পিউটারের কনফিগারেশন একটু ভালো হতে হয়।নাহলে এসব অ্যাপ ইনস্টল করার কিছু ইমুলেটর ডাউনলোড করলে অনেকসময় কম্পিউটারে ল্যাগিং দেখা দিতে পারে বা কম্পিউটারে স্লো হয়ে যেতে পারে।অনেকে বিভিন্ন ইমুলেটর ব্যবহার করে এন্ড্রয়েড অ্যাপ গুলো কম্পিউটারে ইনস্টল করে আবার অনেকে ইমুলেটর ব্যবহার না করেই যাদের কম্পিউটারে উইন্ডোজ ১১ ইনস্টল করা আছে তারা উইন্ডোজ এর মাধ্যমেই এন্ড্রয়েড অ্যাপ গুলো কম্পিউটারে ইনস্টল করে নিতে পারে।
ইমুলেটর ব্যবহার করে এন্ড্রয়েড অ্যাপ কম্পিউটারে ইনস্টল করা
ইমুলেটর বলতে সাধারনত বোঝানো হয় এক ডিভাইসের ডাটা এপ্লিকেশন গুলো অন্য কোনো ডিভাইসে ব্যবহার করা।একটি অপারেটিং সিস্টেমের ভেতরে অন্য কোন অপারেটিং সিস্টেমের অ্যাপ বা সফটওয়্যার রান করানোর একটি ভার্চুয়াল অপারেটর কেই মূলত ইমুলেটর বলা হয়। ইমুলেটর ব্যবহার করা হয় মূলত গেমিং করা এবং অপারেটিং সিস্টেম সমূহ ব্যবহার করার জন্য।এইসব ইমুলেটর এর সাহায্য নিয়ে কম্পিউটার কে এন্ড্রয়েড মোড এবং মোবাইলকে কম্পিউটার মোডে পরিবর্তন করা যেতে পারে।যে অ্যাপ গুলো কম্পিউটারে ব্যবহার করা যায় না তা কম্পিউটারে ব্যবহার করার জন্যই মূলত ইমুলেটর কাজ করে।এসব ইমুলেটর গুলোর মধ্যে সবচেয়ে উপযোগী ইমুলেটর হলো ব্লুস্টেক।এটি ব্যবহার করে খুব সহজেই কম্পিউটার বা ল্যাপটপে এন্ড্রয়েড অ্যাপ ইনস্টল করা যায়।ব্লুস্টেক কম্পিউটারের অন্যান্য অ্যাপ গুলোর মতোই কাজ করে।ব্লুস্টেক অ্যাপ ইনস্টল করে এর থেকে এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করার জন্য-
- প্রথমে ব্লুস্টেক ইমুলেটর ডাউনলোড করে নিতে হবে। যার জন্য কম্পিউটারের ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে।
- এরপর ব্লুস্টেক এর অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে।
- উক্ত ওয়েবসাউটে ক্লিক করলে ব্লুস্টেকের লেটেস্ট ভার্সন এর ইমুলেটর টি দেখা যাবে।
- তারপর ইমুলেটর টি ডাউনলোড করে নিয়ে তা কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করে নিতে হবে।
- ইনস্টল হয়ে যাওয়ার পর উক্ত ইমুলেটরে প্রবেশ করতে হবে।
- প্রথমাবস্থায় ইমুলেটর টি রান করতে একটু সময় লাগবে কিন্তু পরবর্তীতে তা ঠিক হয়ে যাবে।
- ইমুলেটর টি ওপেন হয়ে গেলে apps and games লেখায় ক্লিক করতে হবে এবং তখন তা প্লে স্টোরে নিয়ে যাবে।
- সেইখানে এন্ড্রয়েডের সকল অ্যাপস গুলো পাওয়া যাবে এবং ইচ্ছামতো অ্যাপস গুলো ইনস্টল করা যাবে।
এইভাবে খুব সহজেই কম্পিউটারে ব্লুস্টেক ইমুলেটর ব্যবহার করে এন্ড্রয়েড অ্যাপ গুলো কম্পিউটারে ডাউনলোড করা যাবে
অ্যামাজোন অ্যাপস্টোরের সাহায্যে কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ ইনস্টল করা
অ্যামাজোন অ্যাপস্টোর এর সাহায্যে কম্পিউটারকে এন্ড্রয়েড মোড করার জন্য সর্বপ্রথম কম্পিউটারে উইন্ডোজ ১১ ইনস্টল দেওয়া থাকতে হবে।উইন্ডোজ ১১ তে সাধারনত এন্ড্রয়েড অ্যাপ গুলো ইন্সটল করা যায়।
- কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ ইনস্টল করার জন্য সর্বপ্রথমে কম্পিউটারে উইন্ডোজ ১১ ইনস্টল থাকতে হবে।
- এরপর কম্পিউটারের মাইক্রোসফট স্টোরে প্রবেশ করে অ্যামাজোন অ্যাপস্টোর লিখে সার্চ করতে হবে।
- এরপর অ্যামাজোন অ্যাপস্টোর টি ডাউনলোড ও ইনস্টল করে নিয়ে সেট আপ করে নিতে হবে।
- এরপর এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করার জন্য Windows Subsystem for Android এটি ডাউনলোড করে নিতে হবে।
- Windows Subsystem for Android ফিচারটি ডাউনলোড হয়ে গেলে কম্পিউটার টি রিস্টার্ট করে নিতে হবে।
- কম্পিউটার রিস্টার্ট হয়ে গেলে অ্যামাজোন অ্যাপস্টোর ফিচার টি কম্পিউটারে দেখা যাবে।
- এরপর অ্যামাজোন অ্যাপস্টোরে প্রবেশ করে নতুন অ্যামাজোন আইডি ক্রিয়েট করে লগ ইন করে নিতে হবে।
- লগ ইন করার পর অ্যামাজোন অ্যাপস্টোরে প্রবেশ করে এন্ড্রয়েড অ্যাপ এর নাম লিখে সার্চ দিলেই এন্ড্রয়েড অ্যাপ গুলো পাওয়া যাবে এবং এইখান থেকে খুব সহজেই এন্ড্রয়েড অ্যাপ গুলো কম্পিউটারে ইনস্টল করা যাবে।
কম্পিউটার বা ল্যাপটপে এন্ড্রয়েড অ্যাপ গুলো ইনস্টল করা গেলে খুব সহজেই মোবাইলের কাজ গুলো কম্পিউটার দ্বারা সম্পূর্ণ করা যায়।
আরো পড়ুনঃ
অনলাইন ইনকাম বাড়ানোর জন্য যেসব কাজ করা যায় আসুন জেনে নেই
সঠিক পথে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করুন
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয় করুন।