Blogging & Wordpress

ওয়ার্ডপ্রেসে সিডিউল পোস্ট কাজ করছে না? নিয়ে নিন সমাধান

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব।

অনেক ক্ষেত্রে আমরা নির্দিষ্ট সময়ের আগে পোস্ট লেখে রাখি এবং সিডিউল অনুযায়ী সেগুলো পাবলিশ করতে থাকি। কিন্তু সমস্যা বাঁধে যখন সিডিউলের সময় নির্ধারণ করার পরও সেটি ঠিকভাবে কাজ না করে।

সিডিউল পোস্ট কি?

যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ব্লগিং করেন তারা অনেকেই সিডিউল পোস্ট এর সম্পর্কে জানেন আবার অনেকেই জানেন না।

এক কথায় বলতে গেলে সিডিউল পোস্ট হচ্ছে আপনি কোন আর্টিকেল লেখার পরে সেটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে পাবলিশ করাকেই সিডিউল পোস্ট বলা হয়।

সিডিউল পোস্ট করার নিয়ম

কিভাবে সিডিউল পোস্ট করতে হয় অনেকের কাছে সেটি অজানা,

সিডিউল ভাবে পোস্ট করতে হলে  public immediately নামের একটি অপশন পাবেন। সেখানে Edit নামের অপশনটিতে ক্লিক করে আপনার সময় অনুযায়ী ডেট নির্ধারণ করতে পারবেন।

বুঝতে অসুবিধা হলে নিচের ছবি লক্ষ্য করুন

ওয়ার্ডপ্রেসে সিডিউল

 

সিডিউল পোস্টের সমস্যার সমাধান

নির্ধারণ সময় সেট করে দেওয়ার পরও সেই সময় অনুযায়ী পোস্ট পাবলিশ হয় না। এটি ওয়ার্ডপ্রেসের একটি ত্রুটি আপনি চাইলেই এর সমাধান করতে পারবেন।

এর জন্য আপনাকে প্রথমে একটি প্লাগিন ইন্সটল করতে হবে যেটি সম্পূর্ণ বিনামূল্যে।

প্লাগিনটির নাম হচ্ছে  Scheduled Post Trigger  প্লাগিনটি ভালোভাবে চেনার জন্য নিচের ছবি লক্ষ্য করুন

ওয়ার্ডপ্রেসে সিডিউল

এটি ইন্সটল এবং একটিভ করার পর থেকে আপনার সময় অনুযায়ী সব পোস্ট পাবলিশ হয়ে যাবে।

প্লাগিনটি ইন্সটল করার পরেও যদি সময় মত পোস্ট পাবলিশ না হয়, তাহলে Setting>general অপশনে গিয়ে Timezone আপনার দেশের অনুযায়ী সেট করে দিন।

Follow topics bangla facebook page

আরো পড়ুনঃ

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ২০২৪

বিকাশে স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

Topicsbangla

জানা ও অজানা বিষয় গুলো আপনাদের কাছে তুলে ধরা আমাদের মূল লক্ষ।আমাদের সাথেই থাকুন আশা করি উপকৃত হবেন।☺☺

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button