Information

সহজ পদ্ধতিতে অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম

বর্তমানে অনলাইনের যুগে অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম জেনে নেওয়া খুব জরুরি।এখন বেশির ভাগ মানুষ তাদের জীবন ধারন করার জন্য বাহিরের দেশে যেয়ে জীবিকা নির্বাহ করতে চায়।বাহিরের দেশে যাওয়ার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে একটি পাসপোর্ট।পাসপোর্ট নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করতে হবে।আজকের ব্লগে আমরা অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম জানতে পারবো।

অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম

অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য আপনার সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে অ্যাপলিকেশন আইডি এবং অনলাইন রেজিস্ট্রেশন আইডি এর মধ্যে যে কোন একটি তথ্য এর সাথে লাগবে আপনার জন্ম তারিখ।নিন্মে অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম বর্ননা করা হলো-

  • অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে e-Passport Portal ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • এরপর আপনাকে প্রথম ইনপুট ফিল্ডে আপনার রেজিস্ট্রেশন করার জন্য আইডি প্রদান করতে হবে।
  • এরপর নিচের ফিল্ডে আপনার জন্ম তারিখ প্রদান করতে হবে।
  • এরপর I am human ফিল্ড টিতে ক্লিক করে তা সাবমিট করে দিতে হবে।
  • এখন Passport application status check সাইটে ভিজিট করতে হবে এবং এখানে আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডির OID প্রদান করতে হবে এবং জন্ম তারিখের জায়গায় জন্ম তারিখ প্রদান করতে হবে।
  • এরপর Check বাটনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার পাসপোর্ট এর অবস্থা।
  • এরপর অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য আপনাকে https://www.epassport.gov.bd/landing ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • এরপর Online Registration ID বা Application ID এর যেকোনো একটি পূরন করে সাথে জন্ম তারিখ দিয়ে চেক বাটনে ক্লিক করে নিতে হবে।
  • এরপর একটি ক্যাপচা পূরন করলেইন অনলাইনে পাসপোর্ট চেক করার কাজ সম্পন্ন হয়ে যাবে।

এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক

এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক করার জন্য আপনার একটি মোবাইল ফোন,জন্ম তারিখ ও এপ্লিকেশন আইডি প্রয়োজন হবে।এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম মোবাইলের ম্যাসেজ লেখার অপশনে যেতে হবে। এরপর START <space> EPP <space> Application-ID দিয়ে 16445 নাম্বারে পাঠিয়ে দিতে হবে।এরপরেই 16445 নাম্বার থেকে ম্যাসেজ করে আপনার পাসপোর্ট এর অবস্থা জানতে পারবেন।

অনলাইনে পাসপোর্ট তৈরী করার জন্য আবেদন পদ্ধতি

অনলাইনে পাসপোর্ট তৈরি করার জন্য আবেদনের জন্য আপনার জাতীয় পরিচয় পত্র, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট Application Summery, অনলাইন পাসপোর্ট আবেদন কপি, নাগরিক সনদ, ইউটিলিটি বিলের কপি, পেশাজীবী প্রমাণপত্র এসব কাগজ পত্র দরকার হবে।

  • প্রথমে আপনাকে e passport gov bd ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং এখান থেকে Apply Online বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে নতুন পেজে আপনাকে পাসপোর্ট অফিস এবং থানা নির্বাচন করে নিতে হবে।
  • এরপরে আপনাকে আপনার ই মেইল আইডি ভেরিফিকেশন করে নিতে হবে।ভেরিফিকেশনের সময় আপনার ইমেইলে একটি মেইল পাঠানো হবে যেখানে একাউন্ট অ্যাক্টিভেশন লিংক দেয়া থাকবে।
  • এরপর আপনাকে পাসপোর্টের ধরন অর্থাৎ আপনার পাসপোর্ট Ordinary Passport হবে নাকি Official Passport হবে তা নির্বাচন করে নিতে হবে।
  • এখন আবেদন ফরম পূরন করে নিতে হবে।এখানে আপনার ব্যক্তিগত ইনফরমেশন যেমন-  লিঙ্গ, নাম, পেশা, জন্ম তারিখ এবং জাতীয়তা ইত্যাদি পূরন করে নিতে হবে।
  • এরপর আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে।
  • এরপর আপনার পিতা মাতার এন আই ডি কার্ড অনুসারে পিতার নাম, মাতার নাম, তাদের পেশা এবং তাদের জাতীয় পরিচয় পত্র নাম্বার ইত্যাদি প্রদান করতে হবে।
  • এখন আপনার বৈবাহিক স্টাটাস প্রদান করে নিতে হবে মানে আপনি single, married নাকি divorced তা প্রদান করে নিতে হবে।
  • এরপর আপনার ইমারজেন্সি কন্টাক্ট ও পাসপোর্টের মেয়াদকাল প্রদান করে নিতে হবে।
  • এরপর আপনার পাসপোর্টের জন্য আপনাকে নির্দিষ্ট পরিমানে ফি অনলাইনে প্রদান করতে হবে।
  • এখন আপনার ডকুমেন্ট সমূহ সাবমিট করে নিতে হবে।
  • এরপর আপনার পাসপোর্ট তৈরীর জন্য আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

আরো পড়ুনঃ

BOESL বিদেশি নতুন নিয়োগ পদ্ধতি জেনে নিন

বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি সম্পর্কে জেনে নিন

প্রবাসী কল্যান ব্যাংক লোনের নিয়ম জেনে নিন

Follow topics bangla facebook page

 

Shakiul Hasan

Hey everybody! I blog on everything and anything that spikes any hint of interest in me! Do check my blogs out

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button